পোশাক শ্রমিকের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি

গত পাঁচ বছরে মোটা চালের দাম বেড়েছে ১৭ শতাংশ। এ ছাড়া ডাল ১০০, আটা ১১৩, খোলা সয়াবিন তেল ১১০ ও ডিমের দাম ৬৭ শতাংশ বেড়েছে। এর বাইরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া বেড়েছে ২২ শতাংশ। দফায় দফায় গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পোশাকশ্রমিকের জীবন দুর্বিষহ করে তুলেছে।
এমন তথ্য তুলে ধরে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য এক মাসের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে ২৫ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন ১১ শ্রমিক সংগঠনের নেতারা। একই সঙ্গে তাঁরা নতুন মজুরি ঘোষণার আগে ৬০ শতাংশ মহার্ঘ ভাতা চালু, রেশন কার্ডের মাধ্যমে নিত্যপণ্য বিতরণ, প্রতিবছর ১০ শতাংশ ইনক্রিমেন্ট, বাধ্যতামূলক অংশীদারত্বমূলক ভবিষ্য তহবিল চালুসহ কয়েকটি দাবি জানিয়েছেন।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সামনে আজ বুধবার আয়োজিত সংবাদ সম্মেলন করে এসব দাবি জানায় ১০ শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক ও গার্মেন্টস শ্রমিক সংহতির প্রধান তাসলিমা আক্তার।
২০১৮ সালের ডিসেম্বরে সর্বশেষ নতুন মজুরি কাঠামো কার্যকর হয়। সে অনুযায়ী, পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি এখন আট হাজার টাকা। বিষয়টি উল্লেখ করে শ্রমিকনেতারা বলেন, ওই সময়ই শ্রমিকের মজুরি প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। মজুরি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাসাভাড়াসহ সব নিত্যপণ্যের দাম বাড়তে থাকে। সঙ্গে কাজের বাধ্যতামূলক চাপ বৃদ্ধি ও অপুষ্টির কারণে শ্রমিকেরা নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদার, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস শ্রমিক ফেডারেশন সভাপতি মো. ইয়াছিন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রাজু আহমেদ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাতীয় সোয়েটার গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এ এ এম ফয়েজ হোসেন, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক বিপ্লব ভট্টাচার্য, গার্মেন্টস শ্রমিক সভার সংগঠক শহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *