অন্য সংস্কারের আগে দরকার নির্বাচনি সংস্কার : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৪ (জনতার কণ্ঠ) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন খুব জটিল সময় যাচ্ছে, দেশ নিয়ে চক্রান্ত শেষ হয়নি। পরিবর্তন-সংস্কার সঠিকভাবে না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না। সকল সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করা প্রয়োজন।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন।

আজ ৩০ অক্টোবর (বুধবার) ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা বিভিন্ন দলের নেতারা। নেতারা দাবি করেন, রাজনীতিবিদ ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না, জনগণের অধিকার আদায়ে তারা সব সময় আন্দোলনে থাকে। আবেগের বশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় না।’

সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল। তিনি বলেন, ‘অন্য সংস্কারের আগে দরকার নির্বাচনি সংস্কার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *