অবশেষে সোনার দাম কমল 

অবশেষে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (২৩ ফেব্রুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভরিতে ১ হাজার ১৫৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। নতুন এই আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।

এতে বলা হয়, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরির দাম পড়বে ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৪০১ টাকা। তবে রূপার দাম বাড়ানো বা কমানোর কোনো ঘোষণা আসেনি।

এ নিয়ে চলতি বছর ৯ দফায় সোনার দাম সমন্বয় করল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে জানুয়ারিতে ৩ দফায় এবং ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত ৬ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যার মধ্যে সোনার দাম এবারই প্রথম কমানো হয়েছে।

এর আগে ২০২৪ সালে মোট ৬২ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর সোনার দাম কমানো হয়েছিল ২৭ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *