আখাউড়ায় ৩ মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
৩ মাদক সেবনকারীকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার সন্ধ্যায় তিন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত তিন যুবক হলেন-ফোকরান (২০), হৃদয় (১৯) ও আজিজুল হক (২৫)।

দণ্ডপ্রাপ্ত সবার বাড়ি জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
থানা পুলিশ জানায়, পৌরশহরের খরমপুর বাইপাস এলাকায় তারা মাদকাসক্ত অবস্থায় ঘোরাঘুরি করলে থানার সহকারী পরিদর্শক (এস.আই) তাজুল ইসলাম তাদের আটক করে। এসময় সঙ্গীয় পুলিশ সদস্যরা তাদের দেহ তল্লাশি করে ও আজিজুল হকের কাছ থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে মাদকাসক্ত অবস্থায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় ফোকরানকে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, হৃদয়কে চার মাস কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা এবং আজিজুল হককে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামিদের ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *