ইউটিউবেও কৃত্রিম বুদ্ধিমত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়তে শুরু করেছে। প্রায় প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমই নানাভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ব্যবহারকারীদের জন্য চমক আনছে৷ সেই যাত্রায় যুক্ত হতে চলেছে ইউটিউবও।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইউটিউব মূলত জেনারেটিভ এআই প্রোগ্রামের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরদের নানা সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এই প্রোগ্রামের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা সহজেই কমান্ড দিয়ে থাম্বনেইল জেনারেট করতে পারবেন। এআই কন্টেন্টের ভিত্তিতে থাম্বনেইল থেকে শুরু করে অন্যান্য আরও অনেক কিছুই জেনারেট করে দিতে পারবে।
ইউটিউবের প্রধান নিম মোহন জানান, মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধা দিতে এবং তাদের সৃজনশীলতার পথ মসৃণ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ব্যবহারে অনেক কিছু করা সম্ভব। ইউটিউবও সেদিকেই এগোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *