ইরানের কমান্ডার কানি গুপ্তচর কি না, জানাল মোসাদ

আবার গত বছরের অক্টোবরের লেবাননে ইসরায়েলি হামলায় কমান্ডার কানি নিহত হন বলে খবর বেরোয়। সেবারও সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে হাজির হন তিনি।

গত ১৩ জুন ইরানে ইসরায়েলি হামলার পর যে কজন সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন, তাদের তালিকায় কমান্ডার কানির নামও শোনা গিয়েছিল। তবে শনিবার সহকর্মীদের জানাজায় হাজির হন কমান্ডার কানি।

এরপরই নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে কমান্ডার কানি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর। তবে সোমবার (৩০ জুন) মোসাদ তাদের ফার্সি ভাষায় অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এক পোস্ট করে। সেখানে তারা জানায়, কানি তাদের গুপ্তচর নয়। প্রতিবারই ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়ায় কানিকে নিয়ে এমন জল্পনা বার বার উসকে দিয়েছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম।

এদিকে পাল্টাপাল্টি সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সোশ্যাল মিডিয়া পোস্টে মোসাদ এ ঘোষণা দেয়।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সংস্থাটি বলেছে, সাম্প্রতিক সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা প্রদান করবে তারা। তাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে ইরানিদের উৎসাহিত করা হয়েছে।

পোস্টটিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এখন ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়ে উঠছে। এ মুহূর্তে শাসকগোষ্ঠী তার নাগরিকদের যত্ন নেওয়ার দিকে নয়; বরং ‘উচ্চ শিক্ষার’ দিকে মনোনিবেশ করছে।

বিবৃতি অনুসারে, মোসাদ সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করবে।

এ ধরনের পরিষেবা কীভাবে প্রদান করা হবে, তা স্পষ্ট নয়। তবে ইরানিদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মোসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *