ইরানে আগস্টে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় উদ্বেগ প্রকাশ : জাতিসংঘ বিশেষজ্ঞদের

আন্তর্জাতিক ডেস্ক, ৪ সেপ্টেম্বর, ২০২৪ (জনতার কণ্ঠ) : ইরানে গত আগস্টে ৮১ জনের মৃত্যুদ- কার্যকর হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ বিশেষজ্ঞরা। চলতি বছরের এই পর্যন্ত দেশটিতে মোট ৪শ’ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
জাতিসংঘের ১১টি বিশেষজ্ঞের একটি গ্রুপ এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র আগস্ট মাসে ইরানে কমপক্ষে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যা ছিল জুলাই মাসের চেয়ে ৪৫ জনেরও বেশি।
তারা বলেছেন, ২০২৪ সালের শুরু থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ৪শ’রও বেশি। এর মধ্যে ১৫ জন নারীও রয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নিযুক্ত বিশেষজ্ঞরা বলেন, ‘মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দ্রুত বৃদ্ধিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, চীন ছাড়া অন্য যে কোনও দেশের তুলনায় ইরান প্রতি বছর বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করে।
ইরানের মানবাধিকার পরিস্থিতি এবং বিচারবহির্ভূত, সংক্ষিপ্ত এবং নির্বিচারে মৃত্যুদণ্ডের বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, গত মাসে ৪১টি মৃত্যুদ- কার্যকর হয়েছে মাদক অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের।
তারা বলেছেন, ‘মাদক অপরাধের জন্য মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানদ- লঙ্ঘন করে।
বিশেষজ্ঞরা ২০২১ সাল থেকে ইরানে মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ডের উল্লেখযোগ্য হারে বৃদ্ধিতে দুঃখ প্রকাশ করেছেন। শুধুমাত্র গত বছর ৪শ’জনের বেশি ও লোকের মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *