ইলন মাস্ক আবারও বিশ্বের সবচেয়ে ধনী

আবারও বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির স্থান দখলে নিলেন ইলন মাস্ক। গত বছরের শেষ অংশে ভাল যায়নি মাস্কের আর্থিক পরিস্থিতি। এরমধ্যে মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে সকল মনোযোগ দিয়ে রেখেছিলেন সেদিকেই। সেই সুযোগে গত বছরের ডিসেম্বরে ফ্রেঞ্চ একটি লাক্সারি ব্র্যান্ডের সিইও বার্নার্ড আর্নল্ট টপকে গিয়েছিলেন মাস্ককে। তবে অবশেষে আবারও নিজের স্থানে ফিরে এলেন মাস্ক। ব্লুমবার্গ জানিয়েছে, দুই মাসেরও বেশি সময় পর আবারও ইলন মাস্ক এখন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি।
ব্লুমবার্গের হিসেবে, সোমবার ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ১৮৭ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৫ বিলিয়ন ডলার। মাস্কের টেসলার শেয়ারের দামও বাড়ছে। অথচ কয়েক দিন আগেই সবথেকে বেশি সম্পদ হারিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন ডলারের সম্পদ হারান মাস্ক।
১৩৭ বিলিয়ন ডলারে নেমে এসেছিল তার সম্পদের পরিমাণ। তার উপরে উঠে এসেছিল বেশ কয়েক জন ধনকুবের। তবে শীর্ষস্থান ফিরে পেতে খুব বেশি সময় নেননি মাস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *