গাজায় বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যার জবাবে রবিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে রকেট হামলা চালিয়েছে হামাস। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে চালানো সবচেয়ে বড় এই হামলায় ইসরায়েলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার (৬ এপ্রিল) রাতে দক্ষিণ ইসরায়েলে হামাস ১০টি রকেট নিক্ষেপ করেছে। ১০টি রকেটের মধ্যে পাঁচটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে, তবে অন্য পাঁচটির মধ্যে অন্তত একটি আশকেলনে আঘাত হানে, যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলার পর রাস্তায় ভাঙা গাড়ির জানালা এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে ভিডিও ফুটেজে দেখা গেছে। হামলার ঘটনায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি সামান্য আহত হন এবং তাকে চিকিৎসার জন্য শহরের বারজিলাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইসরায়েলি ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, আশ্রয়কেন্দ্রে দৌড়ানোর সময় আরো দু’জন আহত হয়েছেন। আক্রমণের পরে তীব্র উদ্বেগের জন্য বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার পর আইডিএফ-এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরাই দেইর আল-বালাহ এলাকার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের তাদের এলাকা থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করেন। তিনি বলেন, আইডিএফ সেখানে হামলা চালানোর আগে এটিই ‘চূড়ান্ত সতর্কতা’।
এরপর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইসরায়েলে রকেট হামলার জন্য ব্যবহৃত রকেট লঞ্চার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
আইডিএফ-এর মতে, হামাস এই হামলার সময় ১০টি রকেট নিক্ষেপ করেছে, যা গাজা থেকে বহু মাসের মধ্যে সবচেয়ে বড় রকেট হামলার ঘটনা।