নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমির জমজমাট আয়োজনে আজ ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেটে অনুষ্ঠিত হয় “কাওয়ালি সন্ধ্যা”। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় চাঁদনীঘাট, ক্বীন ব্রিজ চত্ত্বরে “কাওয়ালি সন্ধ্যা ২০২৪” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাব এর ভাই আবুল আহসান মো: আযরফ। জেলা শিল্পকলা একাডেমি সিলেটের ব্যবস্থাপনায় অনুষ্ঠান সহযোগিতায় ছিলো সিলেট জেলা প্রশাসন।
কাওয়ালি সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে শুরুতে ‘ভারদো ঝোলি মেরি ইয়া মোহাম্মদ’, ‘দামাদম মাস্ত কালান্দার’ ও ‘দোজাহানের বাদশা নবী কামলী ওয়ালা’ পরিবেশন করেন জালালাবাদী ব্রাদার্স, সিলেট, পরিচালনায় ছিলেন আরফান আজাদ শাওন (ভোকাল/মুলশিল্পী)। ‘কুল মাখলুক গাহে হযরত বালাগাল উলা বি’, ‘খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা’ ও ‘দয়াল খাজা হিন্দে রাজা’ গানসমূহ পরিবেশন করেন আশেকানে জালালিয়া শিল্পী গোষ্ঠী, সিলেট, পরিচালনায় সূর্যলাল দাস (ভোকাল/মুলশিল্পী)। সবশেষে কাওয়ালি গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত সমীর কাওয়ালি ও তার দল।