ড্যানিয়েল আবেদ খালিফ ‘সন্ত্রাসবাদ’ সম্পর্কিত অভিযোগে বিচারের অপেক্ষায় থাকা এক ব্রিটিশ সৈন্য দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি কারাগার থেকে পালিয়ে গেছে। যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশিং ফোর্স এই তথ্য জানিয়েছে।
ব্রিটেনের সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন ও একটি সামরিক ঘাঁটিতে নকল বোমা রাখার অভিযোগে অভিযুক্ত ড্যানিয়েল আবেদ খালিফ বুধবার সকালে ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে নিখোঁজ হয়েছেন।
২১ বছর বয়সী খালিফ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। মে মাসে তাকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান কমান্ডার ডমিনিক মারফি বলেন, ‘আমাদের কর্মকর্তাদের একটি দল যত দ্রুত সম্ভব খালিফকে শনাক্ত ও আটক করার জন্য ব্যাপক ও জরুরি তদন্ত করছে।
মারফি স্কাই নিউজ সম্প্রচারককে বলেছেন, পালানোর সময় খালিফ সাদা টি-শার্ট এবং লাল চেকযুক্ত প্যান্টের সঙ্গে রান্নাঘরের ইউনিফর্ম পরিধান করেছিলেন।