কার সংসার ভাঙছেন সামান্থা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমানে সামান্থা রুথ প্রভুর সঙ্গে প্রেম করছেন রাজ ও ডিকে জুটি-খ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু। জল্পনার শুরু তাদের মিশিগান সফর দিয়ে। সম্প্রতি সেখান থেকে নিজেদের একান্ত কিছু মুহূর্ত ভাগ করে নেন সামান্থা-রাজ। সেখানে অভিনেত্রীকে দেখা যায় বেশ স্বাভাবিক।

এমন অবস্থায় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন রাজের প্রাক্তন শ্যামলী দে। ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে লেখেন, ‘ওখানে ছিলাম। এগুলো করেওছি।’ এর পর তিনি আরেকটি পোস্ট করেন ধর্ম নিয়ে। সেখানে দেখা যায় অর্জুন প্রশ্ন করেন, ‘জয় বা পরাজয় না হলে কী আসে যায়?’ উত্তরে কৃষ্ণ বলেছিলেন, ‘ধর্মই গুরুত্বপূর্ণ’। আরেকটি ছবিতে লেখা, জীবনের মহান সুবর্ণ নিয়ম, সঙ্গে কিছু করণীয় জিনিসের তালিকা।

সে থেকে নেটিজেনরাও ধরে নিয়েছেন, হয়তোবা রাজ-শ্যামলীর সংসার ভাঙনের পেছনে থাকতে পারে সামান্থার উপস্থিতি, যে কারণে প্রতিক্রিয়া হিসেবে এটি লিখেছেন রাজের প্রাক্তন শ্যামলী।

রাজ-সামান্থা মূলত মিশিগানে ছিলেন একটি ইভেন্টে অংশ নিতে। ছবিতে দেখা যায়, রাজ নিদিমোরু সামান্থাকে জড়িয়ে ধরেছেন, যখন তারা পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘ডেট্রয়েট (হার্ট অ্যান্ড ইভিল আই ইমোজি)’

উল্লেখ্য, রাজ বর্তমানে সিংগেল ও সামান্থাও সিংগেল। তবে ২০১৫ সালে লেখিকা শ্যামলী দে-কে বিয়ে করেছিলেন রাজ এবং তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। ২০২২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অন্যদিকে ২০১৭ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা, তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *