কিশোরগঞ্জ ভৈরবে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

(কিশোরগঞ্জ)জনতার কণ্ঠ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের কামাল হত্যা মামলার প্রধান আাসামি ওমান মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে গ্রেফতার করে তাকে।

র্যাব সূত্র জানায়, ঘোড়াকান্দা গ্রামের কামাল মিয়া ও জাকির মিয়ার সাথে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মাদক ব্যবসায়ী ওমান ও তার সহযোগীদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে গত ২ ফেব্রুয়ারি ভোরে ওমান মিয়ার নেতৃত্বে রাম দা, বল্লম, চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কামাল মিয়া ও জাকির মিয়ার ওপর অতর্কিতে হামলা চালায়। আশংকাজনক অবস্থায় কামাল ও জাকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন দুপুর সাড়ে ১২টার দিকে কামালের মৃত্যু হয়।
এ ব্যাপারে ওমানসহ ২৩ জন ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, মামলা দায়ের করার পরই এ মামলার এজাহারভুক্ত চার আসামিকে ভৈরব থেকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন- মুক্তাদির, ফরহাদ মিয়া, সাজন মিয়া ও আহসান উল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *