কুড়িগ্রামের জনপদ কুয়াশায় আচ্ছন্ন

নিজস্ব সংবাদদাতা : শীতের আগামনী বার্তা মিলছে কুড়িগ্রাম জেলা জুড়ে। কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রামের জনপদ। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

কুয়াশার কারনে যানবাহনগুলো ধীরগতিতে চলছে। পরিবেশে এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছে। শীতের এ আগমনে জেলার বিভিন্ন স্থানে মানুষের দৈনন্দিন কার্যক্রমে প্রভাব পড়েছে।

কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী আদিবা বিনতে খন্দকার বলেন, হঠাৎ করে আজ বেশি কুয়াশা পড়েছে। স্কুলে যেতে কিছুটা সমস্যা হচ্ছে। কুয়াশার জন্য সবকিছু অস্পষ্ট দেখাচ্ছিল।

এদিকে, হিমেল হাওয়ায় শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। শহরের কানিপাড়ার রিকশাচালক রমজান আলী (৫৫)বলেন, শীতের জন্য মানুষের চলাচল কমেছে। তাই আয়ও কম। তা ছাড়া কুয়াশায় গাড়ি চালানোও কঠিন।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভল চন্দ্র সরকার জানান, জেলা জুড়ে কুয়াশা থাকলেও শীতের তীব্রতা কম। এ মাসে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। তবে ডিসেম্বরের প্রথম থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *