ডেস্ক রিপোর্ট: প্রেম-ভালোবাসা বয়স মানে না। মানে না কোনো বাঁধা। তবে সমাজ থেকে স্বীকৃতি না পাওয়া সম্পর্কগুলো বরাবরই বিতর্কে থাকে। তেমনই একটা সম্পর্ক বয়সে বড় নারীদের প্রেমে পড়া। অর্থাত্ পুরুষেরা অধিকাংশ সময়ই নিজের থেকে বয়সে বড় মহিলাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি বয়সে বড় হলেও এসব নারীদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেও রাজী থাকেন পুরুষেরা।
এমন সম্পর্ককে সমাজে অসম সম্পর্ক বলে। যা সাধারণত সমাজে বিতর্কিত। তবে জানেন কি, কেন বয়সে বড় নারীদের প্রতি আকৃষ্ট হন পুরুষেরা? বিতর্কিত হলেও এমন সম্পর্ক কিন্তু নতুন নয়। বরং যুগ যুগ ধরেই এমন সম্পর্ক দেখা যাচ্ছে। যা নিয়ে বিভিন্ন সময়ে গবেষণাও করেছেন গবেষকরা।
সম্প্রতি অসম প্রেমের এমন সম্পর্ক নিয়ে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। যেখানে উঠে এসেছে কিছু কারণ। অর্থাত্ বয়সে বড় নারীদের প্রতি পুরুষদের বেশি আগ্রহ থাকা এবং সম্পর্কে জড়ানোর বিষয়ে কিছু বিশেষ কারণ রয়েছে বলে জানান গবেষকরা।
সমীক্ষায় উঠে এসেছে, বয়সে বড়, বিশেষ করে মাঝ বয়সী মহিলাদের প্রতি বেশি আকর্ষিত হন পুরুষেরা। একই ভাবে মহিলারাও বয়সে ছোট পুরুষকেই বেশি পছন্দ করেন। তাই পরকীয়ায় জড়িয়ে পড়েন অনেকেই। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। যেমন_
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন নারী আত্মবিশ্বাসী ও অনেক দৃপ্ত হয়ে উঠেন। কথায়-কথায় নিজেকে বদলানোর কথা ভাবেন না। নিজের আলাদা সত্তাকে তুলে ধরেন। একাই অনেককিছু সামলে নিতে জানেন। নারীদের এই গুণ অল্প বয়সী পুরুষেরা পছন্দ করেন। বিশেষ করে মহিলাদের আত্মবিশ্বাসী মনোভাব পুরুষদের আকৃষ্ট করে সবচেয়ে বেশি।
মধ্য বয়সী মহিলারা অনেকটা চরাই-উতরাই পার করেন জীবনে। ভালো সময়, খারাপ সময় দুটোই পেরিয়ে আসেন। তাদের মধ্যে পরিণত ভাব বেশি থাকে। তারা অনেক বেশি পরিপক্ক হয়। পুরুষেরা পরিণত মহিলাদের পছন্দ করেন। তাই বেশি আকৃষ্ট হন।
সম্পর্কে আবেগপ্রবণ না হলে পুরুষেরা আগ্রহ হারিয়ে ফেলে। মাঝ বয়সী মহিলারা ইমোশনালও হোন, আবার পরিণতও হন। তারা পুরুষের মানসিকতা ভালো বোঝেন। তাদের সামলাতে পারেন। তাই পুরুষেরা অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েন মাঝ বয়সী নারীদের উপর। যা তাদের আকর্ষণ বাড়িয়ে দেয়।
পুরুষ অভিব্যক্তিপূর্ণ হন। তাই বয়স্ক নারীদের পছন্দ করেন। বয়সের সঙ্গে সঙ্গে মহিলারা জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন, অনুভব করতে পারেন। জীবনের অনেক বিষয় নিয়ে তারা উন্মুক্ত থাকেন। যা অল্প বয়সী পুরুষদের কাছে আকর্ষণীয় বলে মনে হয়। তাই তারা সহজেই বয়স্ক নারীদের প্রেমে পড়েন।
মধ্য বয়সী নারীদের আরও একটি গুণ পুরুষদের আকৃষ্ট করে। তা হচ্ছে মাঝ বয়সী নারীরা অনেক বেশি স্বাধীনচেতা হন। তারা স্বাধীন থাকতে এবং অন্যকে স্বাধীনতা দিতে পছন্দ করে। যা কমবেশি সব পুরুষেরই কাম্য থাকে। তাই অল্প বয়সী পুরুষদের বয়স্ক নারীদের প্রেমে হাবুডুবু খান।