ডেস্ক রিপোর্ট: সম্প্রতি সংগীতশিল্পী পড়শীর গোপন বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। শোবিজ জগতে গোপন বিয়ে নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসছে। প্রথমে অস্বীকার তারপর ফাঁস।
২০১৯ সালে ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা শবনম ফারিয়া গোপনে বিয়ে করেন। প্রথমে স্বীকার না করলেও শেষ পর্যন্ত গুঞ্জন সত্য হয়। এ বিয়ে আবার ভেঙেছেও। সংগীতশিল্পী সালমা ২০১৮ সালের ৩১ ডিসেম্বর গোপনে বিয়ে করেন। গোপনে করা বিয়ে গোপন না থাকায় পরে নিজে থেকে ঘোষণা দেন তাঁরা। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন শবনম তারকাদের গোপন বিয়েফারিয়া। তাঁর স্বামী হারুনুর রশীদ অপু একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তরুণ প্রজন্মের জনপ্রিয় তারকাদের মধ্যে আরেকটি বিয়ের খবর চাউর হচ্ছে ঠিকই, কিন্তু সংশ্লিষ্ট কেউ তা স্বীকার করছেন না। যাঁদের নিয়ে বিয়ের এই গুজব বা গুঞ্জন, তাঁরা হলেন-
২০১৮ সালের ৩১ ডিসেম্বর দুই পরিবারের কয়েকজনের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি সালমার দ্বিতীয় বিয়ে। তাঁর এবারের বর ময়মনসিংহ হালুয়াঘাটের সানাউল্লাহ নূর সাগর, ঢাকা জজ কোর্টের আইনজীবী। একেবারে নীরবে বিয়ে করতে চেয়েছিলেন সিয়াম আহমেদ। দীর্ঘদিনের প্রেমিকা অবন্তীর বারিধারার বাড়িতে গোপনে গায়েহলুদ হয়েছে। কিন্তু অনুষ্ঠান শেষে কয়েকটি আলোকচিত্র চলে যায় ফেসবুকে। অভিনয়শিল্পী জাকিয়া বারী মমও গোপনে বিয়ে করেন চলচ্চিত্র ও নাট্য পরিচালক শিহাব শাহীনকে। এ বিয়ে অবশ্য টিকেনি। ২০২৩ সালে সংগীতশিল্পী লিজার গোপনে বিয়ের খবর প্রকাশ পায়। লিজা ২০১৮ সালে আমেরিকা প্রবাসী এক ব্যবসায়ীকে বিয়ে করেন। সিনেমার নায়ক শাকিব খানও বিয়ে করে গোপন রেখেছিলেন খবরটি। হঠাৎ করেই এক দিন টিভি ক্যামেরার সামনে শাকিবের সন্তানসহ হাজির হন অপু বিশ্বাস। এরপর তাঁদের সংসার ভেঙে যায়। শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলীর ক্ষেত্রেও ঘটনা একই রকম। তিনিও সন্তানসহ প্রকাশ্যে এসে বলেন, শাকিব তাঁকে বিয়ে করেছেন। সে সময় এসব নিয়ে শুরু হওয়া কাদা ছোড়াছুড়ির রেশ এখনো বিদ্যমান। তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। তাঁদের প্রেমের খবর প্রকাশ পেলেও গোপনেই বিয়ে সেরেছিলেন তাঁরা। পারিবারিকভাবে বিয়ে হলেও বিষয়টি জানাজানি হয় মৌসুমী অন্তঃসত্ত্বা হওয়ার পর। নায়িকা শাবনূরও বিয়ে করেছিলেন গোপনে।
তাঁরই সঙ্গে সিনেমায় অভিনয় করা অনীক নামে এক নায়ককে গোপনে বিয়ে করেন তিনি। তাঁর ঘরেও এক সন্তান রয়েছে। তবে অনীকের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় তাঁর। নায়িকা পপিও বর্তমানে দূরে আছেন শোবিজ অঙ্গন থেকে। জানা গেছে, বিয়ে করেছেন তিনিও। আছে সন্তানও। স্বামী-সংসার নিয়ে আড়ালেই আছেন এই নায়িকা। মডেল, অভিনেতা ইমন মিডিয়া ক্যারিয়ারের শুরুতেই বিয়ে করেছিলেন। কিন্তু এ বিয়ের কথা কখনোই প্রকাশ্যে আনেননি। সন্তানের বাবা হওয়ার অনেক পর তাঁর বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। একই পথের পথিক চিত্রনায়ক সাইমন সাদিকও। তিনিও অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকেই বিয়ে করেন। দুই সন্তানের বাবা হওয়ার পর তিনি বিয়ের খবরটি প্রকাশ্যে নিয়ে আসেন। অভিনেতা নিলয় আলমগীর এবং অভিনেত্রী শখ। বিয়ের খবর গোপন রেখেছিলেন অনেকদিন। তবে দ্বিতীয় বিয়ের বেলায় আর গোপন করেননি নিলয়। নায়িকা পরীমণি এবং তাঁর সাবেক স্বামী শরীফুল রাজও তাঁদের বিয়ের খবর গোপন রেখেছিলেন। সন্তানসম্ভবা হওয়ার পর আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করেছেন তাঁরা। পরে তাঁদের বিয়ে বিচ্ছেদ ঘটে। অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও অভিনেত্রী নওশীন বিয়ে করে কয়েক বছর সংসার করার পর তাঁদের বিয়ের খবর প্রকাশ হয়। গোপনে বিয়ে করার এ তালিকায় রয়েছেন নাট্যাভিনেত্রী সারিকাও। তারকাদের গোপন বিয়ের এই তালিকা আরও দীর্ঘ। ভবিষ্যতে এটি দীর্ঘতর হবে এটি তারকাদের অতীত গোপন বিয়ের ইতিহাস ঘেঁটে সহজেই অনুমান করা যায়।