জনতার কণ্ঠ বিনোদন রিপোর্টার: নিজের শর্তে যাঁরা বাঁচেন, তাঁদের তালিকায় পড়েন রাইমা সেন। টলিউড কিংবা বলিউডের ইঁদুর দৌড়ে শামিল হওয়ার কোনো তাড়া অভিনেত্রীর নেই। সিনেমা হোক বা সিরিজ, পছন্দ হলে অভিনয়ে সম্মতি দেন। তার বাইরে নিজের মতো থাকতেই ভালোবাসেন মুনমুনকন্যা।
করোনাকালেও নিজের এই মেজাজখানি অক্ষত রেখেছেন রাইমা সেন। সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন নিজের সাম্প্রতিক ফটোশুটের ছবি দিয়ে।
ছবিতে নীল রঙের জিন্স পরেছেন রাইমা। ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ অনাবৃত। বক্ষযুগল সামান্য কাপড় দিয়ে ঢেকে রেখেছেন অভিনেত্রী। ঢেউ খেলানো পিঠে এক টুকরো সূতো পর্যন্ত নেই। ছবির ক্যাপশনে রাইমা জানিয়েছেন, বিশেষ এই ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন তথাগত ঘোষ। তিনিই স্টাইলিং করেছেন। মেকআপ করেছেন অমিত কারক।
রাইমার এই বোল্ড চেহারায় বেশ খুশি অনুরাগীরা। কমেন্টবক্সে অনেকেই প্রশংসা করেছেন। কেউ রাইমার চোখের প্রশংসা করেছেন, কেউ আবার তাঁকে এজলেস বিউটির উপাধি দিয়েছেন।
২০২০ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে দেখা গিয়েছিল রাইমাকে। তার পর থেকে ওয়েব প্ল্যাটফর্মেই বেশি দেখা গিয়েছে নায়িকাকে। কিছুদিন আগে হৈচৈ প্ল্যাটফর্মের ‘হ্যালো’ সিরিজের তৃতীয় মোসুমে নজর কাড়েন অভিনেত্রী। কিছুদিন আগেই আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য লাস্ট আওয়ার’। সেখানে নিমার চরিত্রে অভিনয় করেন রাইমা।