চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

আন্দোলনের এক পর্যায়ে দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনের সামনে ‘জোবরা ভাত ঘর অ্যান্ড কমিউনিটি সেন্টার’ নামে ব্যানার সাঁটিয়ে ‘ভাতের হোটেল’ ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ব্যানার সাঁটাতে দেখা যায় ছাত্র সংসদের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন চবি শাখার সভাপতি আব্দুর রহমান। তিনি বলেন, ৩৬ বছর ধরে চাকসু অকার্যকর হয়ে আছে। এত আন্দোলনের পরও ছাত্র সংসদ নির্বাচনের কোনো স্পষ্ট ঘোষণা পাচ্ছি না। তাই আমরা আজ থেকে চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা করছি। বাস্তবেও এটা ফুল টাইম ভাতের হোটেল এবং পার্টটাইম কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের কর্মী তাহসান হাবিব বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মাধ্যম। অথচ বিশ্ববিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ অর্গানকে দীর্ঘদিন অকার্যকর করে রাখা হয়েছে। আমাদের এরকম প্রতিবাদমূলক কর্মসূচি ততদিন চলবে, যতদিন না শিক্ষার্থীদের অধিকার আদায় হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *