চ্যাম্পিয়নস লিগে ৫০০ পূরণের অপেক্ষায় রিয়াল

আজ মাইলফলকের ম্যাচ খেলবে রিয়াল
আজ মাইলফলকের ম্যাচ খেলবে রিয়ালএক্স

রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়নস লিগের রাজা। এই মঞ্চে রিয়াল অপ্রতিরোধ্য এক দল। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতেছে তারা, যা কিনা দুই নম্বরে থাকা এসি মিলানের দ্বিগুণের বেশি।

তবে শুধু শিরোপা জয়ের হিসাবেই নয়, চ্যাম্পিয়নস লিগের দলীয় ও ব্যক্তিগত অনেক পরিসংখ্যানেও রিয়ালের একচ্ছত্র দাপট। এমনকি আজ রাতেও চ্যাম্পিয়নস লিগে নতুন এক মাইলফলক স্পর্শ করবে তারা।

আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিকোর বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে বা ইউরোপিয়ান কাপে প্রথম দল হিসেবে ৫০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করবে মাদ্রিদের ক্লাবটি। ৫৫ মৌসুম খেলে গড়া রিয়ালের এই কীর্তির আশপাশেও নেই অন্যরা।

 
আলভারেজ–ছোঁয়ায় কি এবার  আতলেতিকোর গল্প বদলে যাবে

এই তালিকার দুইয়ে আছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। যারা ৪১ মৌসুমে খেলেছে ৪০৪ ম্যাচ। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা ৩৫ মৌসুমে খেলেছে ৩৫৭ ম্যাচ। বার্সেলোনার পর এই তালিকায় আছে জুভেন্টাস ও বেনফিকা। এই দুই দল খেলেছে যথাক্রমে ৩১১ ও ৩০৩ ম্যাচ।

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ত্রয়ী এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহাম (বাঁ থেকে)
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ত্রয়ী এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহাম (বাঁ থেকে)উয়েফা

সিটিকে হারিয়ে ‘ট্রিপল সেঞ্চুরি’ রিয়ালের

ম্যাচ জেতায় যেমন দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। জার্মান ক্লাবটি জিতেছে ২৪২ ম্যাচ। আর চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে গোল করার দলটিও রিয়াল। এমনকি রিয়ালই একমাত্র ক্লাব, যারা হাজারের ওপর গোল করেছে। রিয়ালের গোল সংখ্যা ১১০১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *