জাতীয় সংগীত বিকৃত করে টিকটক করার অভিযোগ: বগুড়ায় আটক পাঁচ শিক্ষার্থীকে

জনতার কণ্ঠ নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে বগুড়ায় আটক পাঁচ শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে বগুড়া সদর থানার পুলিশ গতকাল মঙ্গলবার রাতে পাঁচজনের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, জাতীয় সংগীত অবমাননা করে টিকটক ভিডিও তৈরি ও প্রচার করার অভিযোগে পুলিশ সদর দপ্তরের নির্দেশে গত সোমবার রাতে বিভিন্ন এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা যায়, টিকটক ভিডিও তৈরির সময় জাতীয় সংগীত অবমাননা বা অন্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। নিছক টিকটক ভিডিও তৈরির আবেগ থেকেই তারা এটা করেছে। বিষয়টি ভালো করে খোঁজখবর নিয়ে তা পুলিশ সদর দপ্তরকে জানানো হয়। সবকিছু জানার পর পুলিশ সদর দপ্তরের নির্দেশে আটক পাঁচ শিক্ষার্থীকে আলাদা মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পাঁচ শিক্ষার্থীর মধ্যে একজন নূর-ই-ইসলাম আলিফ (২৩)। তিনি সারিয়াকান্দি ডিগ্রি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপর চারজনের বয়স ১৮ বছরের নিচে।

পুলিশ জানায়, অনলাইনে প্রকাশ করা একটি টিকটক ভিডিও পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার নজরে আসে। তাতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী বগুড়ার সরকারি কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে জাতীয় সংগীত বিকৃত ও ব্যঙ্গ করে পরিবেশন করছে। এরপর পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানার পুলিশকে নির্দেশ দেয়। ওই নির্দেশের আলোকে সদর থানার পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ওই পাঁচজনকে আটক করে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) মো. সো‌হেল রানা বলেন, জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের যেকোনো অপপ্রচার চালানো অপরাধ। অনলাইনে এসবের অসম্মান প্রদর্শন করে যেকোনো ধরনের ভিডিও ধারণ এবং তা প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *