ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি চান মাদুরো

ঢাকা, 1 ফেব্রুয়ারি,  (সাপ্তাহিক জনতার কণ্ঠ)

ভেনেজুয়েলায় বন্দিদশা থেকে মুক্তি পাওয়া যুক্তরাষ্ট্রের ছয় নাগরিককে নিয়ে দেশের পথে রওনা হয়েছেন মার্কিন দূত রিচার্ড গ্রেনেল। এ ঘটনায় বৈরী দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কে হঠাৎ উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গতকাল শুক্রবার কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল।

বৈঠকের পর গ্রেনেল ভেনেজুয়েলায় বন্দী থাকা ছয় মার্কিনকে নিয়ে দেশে ফেরার কথা জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, গ্রেনেলের এবারের ভেনেজুয়েলা সফরের মূল কারণগুলোর অন্যতম ছিল সে দেশে বন্দী মার্কিনিদের মুক্তি নিশ্চিত করা।

গ্রেনেল ওই ছয় মার্কিনিকে নিয়ে দেশের পথে রওনা হওয়ার কথা জানালেও তিনি তাঁদের নাম প্রকাশ করেননি। তবে তাঁরা সবাই পুরুষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্রেনেল যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, হালকা নীল রঙের পোশাক পরা ছয়জন তাঁর সঙ্গে উড়োজাহাজে বসে আছেন। ভেনেজুয়েলায় কারাবন্দীদের হালকা নীল রঙের পোশাক দেওয়া হয়।

ভেনেজুয়েলায় ঠিক কতজন মার্কিনি বন্দী আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশটির কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে অন্তত ৯ জনের কথা বলেছেন।

ভেনেজুয়েলা সরকার নিয়মিতভাবে দেশটির বিরোধী পক্ষ ও বিদেশি বন্দীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে থাকে।

যুক্তরাষ্ট্রের লাতিন আমেরিকার বিশেষ দূত মাউরিসিও ক্লেভার-ক্যারোন গতকাল বলেছেন, ‘মার্কিন জিম্মি যাঁদের ভেনেজুয়েলায় আটকে রাখা হয়েছে, তাঁদের অবশ্যই দ্রুত ছেড়ে দিতে হবে।’ তবে গ্রেনেল-মাদুরোর এবারের বৈঠকে কোনো কিছুর বিনিময় করা নিয়ে আলোচনা হয়নি বলেও যোগ করেন তিনি।

কয়েক মাস আলাপ-আলোচনার পর ২০২৩ সালের শেষ দিকে ভেনেজুয়েলা সরকার বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দিয়েছিল। তাঁদের মধ্যে ১০ জন মার্কিনিও ছিলেন। যুক্তরাষ্ট্র সে সময় মাদুরোর একজন ঘনিষ্ঠ মিত্রকে মুক্তি দিয়েছিল।গ্রেনেলের সঙ্গে বৈঠক নিয়ে গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় কথা বলেন মাদুরো। তিনি বলেন, তাঁদের মধ্যে বৈঠক ইতিবাচক ছিল।

মাদুরো আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি। আশা করি, এটা অব্যাহত থাকবে। আমরা চাই, এটা অব্যাহত থাকুক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *