দেশে চেইন টেনে এবং হোস পাইপ বিচ্ছিন্ন করে ট্রেন থামানোর ঘটনা বাড়ছে। অভিযোগ আছে, ট্রেন থামিয়ে মাঝপথে পণ্য উঠানো বা নামানোর জন্য চোরাকারবারিরা এসব কাজ করছে। এ ছাড়া যাত্রাপথে পছন্দের স্থানে নামার স্বার্থেও অনেক যাত্রী এমনটি করে থাকেন। চলতি পথে এভাবে ট্রেন থামানো অপরাধ। উপযুক্ত কারণ ছাড়া চেইন টেনে ট্রেন থামানোর বিদ্যমান শাস্তি ২শ টাকা জরিমানা। তবে এই শাস্তির পরিমাণ ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়েছে।
রেলসূত্র জানায়, যত্রতত্র ট্রেন থামানোর ঘটনা বন্ধে রেলওয়ে আইনে সংশোধনী আসছে। বর্তমানে ১৮৯০ সালের আইন অনুযায়ী চলছে রেলওয়ে। সংশোধনীতে বিনা প্রয়োজনে যাত্রাপথের মাঝে ট্রেন থামানোর জরিমানার পরিমাণ বাড়ানো হচ্ছে। প্রস্তাবটি রেল মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে দেওয়া হয়েছে কিছুৃ পর্যবেক্ষণ। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী বলেন, চোরাকারবারিদের মাধ্যমে ট্রেন থামানোর ঘটনা কম। পশ্চিমাঞ্চলে কিছু আছে। শিকল টানার কাজটি বেশি করছে এমন লোক যারা আন-অথরাইজড স্থানে থামতে চান।