জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের উচ্চতা ও তার অবদানের বিশ্বব্যাপী নিরঙ্কুশ সমর্থন ও স্বীকৃতি আমাদের জাতীয় মর্যাদাকে অনন্য মাত্রা দিয়েছে। দেশ ও সারা বিশ্বের মানবিক উন্নয়নে ড. ইউনূসের অবদান অব্যাহত রাখতে বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের অনুরোধ ও উদ্বেগ নিরসনে দ্রুত সাড়া দেয়াই হবে সরকার ও রাষ্ট্রের জন্য সম্মানজনক।
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিশ্বখ্যাত ৪০ জন ব্যক্তিত্বের মন্তব্য ও উদ্বেগের প্রেক্ষিতে আ স ম আবদুর রব ও জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন।
এতে বলা হয়, অধ্যাপক ইউনূস অন্যতম বাঙালি ও বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক যিনি বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত। ড. ইউনূস ইতিহাসের ঐতিহাসিকতায় বিশ্বের বরেণ্য ৭ ব্যক্তির একজন যা বাংলা, বাঙালি ও বাংলাদেশের জন্য উচ্চতম গৌরবের। ড. ইউনূসের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এবং তার কীর্তি আমাদের জাতীয়তাবাদের বিকাশ ও বাঙালির চলমান তৃতীয় জাগরণকে ত্বরান্বিত করবে।
বিশ্ববাসীর জীবনমান উন্নয়নে অবদান অব্যাহত রাখার স্বার্থে সকল সীমাবদ্ধতা অতিক্রম ও দূর্ভাগ্যজনক জটিলতা দূর করে বিশ্বমানবতার সেবায় নিয়োজিত ড. ইউনূসকে প্রেরণা যুগিয়ে যাওয়াই হবে আমাদের নৈতিক কর্তব্য।