জনতার কণ্ঠ ডেস্ক : ঢাকার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমানকে (অতিরিক্ত সচিব)।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কে এম আল-আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা খলিলুর রহমান (৬০৪৫)। তিনি ২০২১ সালের ২২ মে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। তিনি ২০০৮ সালের আগস্ট ৩১ থেকে ২০০৯ সালের ২৫ জুন পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কালীগঞ্জে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য: একইদিন ঢাকার বর্তমান বিভাগীয় কমিশনার খলিলুর রহমান (৫৬৪২) অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন। খলিলুর রহমান বিসিএস ১১ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছিলেন।