তফসিলের আগে রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছে ইসি

দেশের ৪৪ নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তফসিল ঘোষণার আগে শেষবারের মতো আগামী ৪ নভেম্বর (শনিবার) সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন সকালে ২২টি দল এবং বিকালে ২২ দলের সঙ্গে ইসি সংলাপ করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে ইসি।
দলের সভাপতি/সম্পাদক বা তাদের দুইজন প্রতিনিধি ইসির সংলাপে অংশ নেবেন। সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে বিএনপি শেষ সংলাপে অংশ নেবে বলে আশা ইসির।
এর আগে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *