তরুণ প্রজন্মই ইসলামের প্রাণশক্তি : মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ইসলাম কোনো গতানুগতিক ধর্ম নয়, এটি আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম সারা বিশ্বের জন্য প্রেরিত ধর্ম, যা সকল বর্ণ, গোত্র, জাতি, ধনী-গরিব, সাদা-কালো, আরব-অনারব সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য।

আজ ১৬ নভেম্বর (শনিবার) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের আয়োজিত ৫ম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, মানবিক শান্তি প্রতিষ্ঠা করতে কোনো মানবসৃষ্ট মতবাদ সক্ষম হয়নি, ভবিষ্যতেও তা সম্ভব নয়। একমাত্র আল্লাহর আইন—ইনসাফ ও ভারসাম্যপূর্ণ—দ্বারাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠায় নিবেদিত জামায়াতে ইসলামী এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, সৎ, যোগ্য ও আমানতদার মানুষ তৈরি করতে।

মাহফিলে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী, চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা মুসা বিপ্লব, চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি হাসানুজ্জামান, ও অন্যান্য বিশিষ্ট আলেম-ওলামারা। মাহফিলের প্রধান মুফাসসির ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

মাসুদ সাঈদী বলেন, ইসলামের জন্য কুরবানী দেয়া আমাদের ঈমানের অঙ্গ। আমাদের শহীদরা, বিশেষ করে আল্লামা সাঈদী, তার জীবনের বড় অংশটাই ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় ব্যয় করেছেন। তিনি তার জীবনে স্বাচ্ছন্দ্য বা আরাম বেছে নেননি, বরং শোষক সরকারের অত্যাচার সহ্য করে ইসলামের মিশন অব্যাহত রেখেছেন।

মাহফিলের মূল আলোচক মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আল কুরআন হলো আল্লাহর মহাদান, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। কুরআন তিলাওয়াত, শোনা, শেখা, বা তার ওপর আমল করা—প্রত্যেকেই সওয়াব অর্জন করে। কুরআনি সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করা আমাদের দায়িত্ব, এবং এর জন্য মুসলমানদের মধ্যে কুরআনি ভিশন থাকতে হবে।

এছাড়া, মাসুদ সাঈদী ইসলামী আন্দোলনের কর্মীদের নিজেদের ঘরেও ইসলামী দাওয়াতি কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রথমেই আমাদের পরিবার ও সমাজকে ইসলামের আদর্শে গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, সমাজে ইসলামের প্রতিষ্ঠা আল্লাহর ফরজ নির্দেশ, এবং এটি দলবদ্ধভাবে করতে হবে। ক্ষমতায় যারাই আসেন না কেন খুনি হাসিনার পতনের কারণ মনে রাখবেন।

বিশ্ববিদ্যালয় ও যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মই ইসলামের প্রাণশক্তি।’ তিনি তাঁদেরকে ইসলাম সম্পর্কে জানার এবং তা প্রচার করার জন্য আহ্বান জানান।

মাহফিলে আরও বক্তব্য রাখেন, চকরিয়া হাইস্কুল ক্যাম্পাস জামে মসজিদের খতিব মুফতি আলাউদ্দিন ইমামী, পূর্ব নলুয়া উত্তর পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মিনারুল ইসলাম, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার প্রভাষক ওয়াজেদুল আকবরসহ আরও বিশিষ্ট আলেমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *