জনতার কণ্ঠ ডেস্ক: দাঁতে ক্যাভিটি বা ক্ষয়, মাড়িতে ইনফেনশন ইত্যাদি নানা কারণে দাঁতে ব্যথা হতে পারে। এমন হলে ঠাণ্ডা, টক, মিষ্টি জাতীয় খাবার মুখে দিলেই দাঁতের যন্ত্রণার মুখোমুখি হতে হয়। দাঁতের যন্ত্রণার ভয়ে অনেকেই মুরগির মাংস খেতে পারেন না। সেনসিটিভিটির কারণে যেমন সমস্যার সম্মুখীন হতে হয়, তেমনই দাঁতের যন্ত্রণায় মুষড়ে পড়েন অনেকে।
আর দাঁতের ব্যথা এমন ব্যথা যা একবার শুরু হলে, চট করে কমতেও চায় না। সাধারণত দাঁতের যন্ত্রণার জন্য ইঞ্জেকশন বা ওষুধ দেন চিকিত্সকরা। অনেক সময় অবস্থা এমন বেগতিক দাঁড়ায় যে চিকিৎসকের কাছে যাওয়ার উপায় থাকে না। এমন অবস্থায় ঘরোয়া কিছু উপায় মেনে চললে যন্ত্রণা থেকে সাময়িকভাবে হলেও মুক্তি পেতে পারেন।
অনেক সময় খাবারের টুকরো দাঁতের গোড়ায় লেগে থাকলে দাঁতে ব্যথা শুরু হয়। এমন হলে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করুন। গরম পানিতে কুলকুচি করলে সেই টুকরোগুলো বেরিয়ে আসে।
২. দাঁতের যন্ত্রণা থেকে মুক্তির আরেকটি উপায় হতে পারে রসুন। এক দুই টুকরো রসুন বেটে দাঁতের গোড়ায় কিছুক্ষণ লাগিয়ে রাখুন। তারপর সাধারণ পানিতে ধুয়ে দাঁত ব্রাশ করে নিন। এতে যন্ত্রণাও কমবে, রসুনের গন্ধও দূর হবে।
৩. তৎক্ষণাৎ দাঁতের যন্ত্রণা কমাতে কয়েকটি পেয়ারা পাতা চিবিয়ে নিন। আবার গরম জলে পেয়ারা পাতা ফুটিয়ে সেই জল দিয়ে কুলকুচি করতে পারেন।
৪. দাঁতের ব্যথা কমাতে লবঙ্গের তেল একটি মোক্ষম দাওয়াই। সামান্য তেল দাঁতের গোড়ায় লাগিয়ে রেখে দিন। এতেই কমবে যন্ত্রণা।