নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

পাকিস্তানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সাংবাদিক ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর নিজস্ব রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। তাঁর নতুন এই দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। এই ঘোষণার মাধ্যমে তিনি সরাসরি রাজনীতিতে প্রবেশ করলেন।

মঙ্গলবার রাতে এনডিটিভি জানিয়েছে, করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেহাম খান নতুন দলের নাম ঘোষণা করেন। তিনি ইমরান খানকে ইঙ্গিত করে বলেন, ‘আমি কখনো রাজনীতির পদ গ্রহণ করিনি। আগে একবার এক ব্যক্তির জন্য একটি দলে যোগ দিয়েছিলাম।’ তিনি বলেন, ‘কিন্তু আজ আমি আমার নিজের শর্তে এখানে দাঁড়িয়ে আছি।’

রেহাম জানান, তাঁর দল সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসক শ্রেণির জবাবদিহি নিশ্চিত করবে। তিনি বলেন, ‘এটি শুধু একটি দল নয়, এটি একটি আন্দোলন—যা রাজনীতিকে জনগণের সেবায় পরিণত করতে চায়।’

তিনি আরও বলেন, ‘২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার অভাব। এটা আর মেনে নেওয়া যায় না।’

রেহামের ভাষায়, তাঁর দল ক্ষমতার পেছনে দৌড়াবে না, বরং বাস্তব পরিবর্তনের ইচ্ছা থেকেই এই দলের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সংসদে জনগণের প্রতিচ্ছবি থাকা উচিত। প্রত্যেক শ্রেণির প্রতিনিধিত্ব সেই শ্রেণির মধ্য থেকেই আসা উচিত।’

তিনি পাকিস্তানের বংশানুক্রমিক রাজনীতির কড়া সমালোচনা করেন। আরও বলেন, ‘আমাদের এই দল কারও আশীর্বাদ নিয়ে তৈরি হয়নি। এখানে কেউ চারটি আসন থেকে প্রার্থী হবে না। আমরা রাজনীতি দিয়ে ব্যক্তিগত সাম্রাজ্য গড়তে আসিনি।’

রেহাম উল্লেখ করেন, এখনকার সংসদে মাত্র পাঁচটি পরিবার বসে আছে। এই প্রবণতা পাল্টাতে হবে—সেবামূলক নেতৃত্বকে সামনে আনতে হবে।

দলের ঘোষণাপত্র বা ম্যানিফেস্টো শিগগিরই প্রকাশ করবেন বলেও প্রতিশ্রুতি দেন রেহাম। তাঁর ভাষায়, এই দল হবে সংবিধানিক মূল্যবোধে বিশ্বাসী।

সংবাদ সম্মেলনের শেষে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি এসেছি সব শূকর রাজনীতিবিদদের জায়গা নিতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *