নাটোরে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

জনতার কণ্ঠ রিপোর্ট: নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে তিন শিশু। আহতদের স্থানীয় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার তমাল হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় যাওয়ার উদ্দ্যেশে পিকআপ ভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এসময় কাছিকাটা এলাকায় পিকআপ ভ্যানটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *