ন্যাশনাল ব্যাংককে আবারও বড় ঋণ বিতরণে নিষেধ

আমানতকারীদের স্বার্থ রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি নগদ আদায় ছাড়া পুরনো ঋণ নবায়ন করা যাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ন্যাশনাল ব্যাংককে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগেও ঋণ অনিয়মে ব্যাংকটির ঋণ বিতরণ বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পরে তা শিথিল করা হয়।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন গত বুধবার পর্ষদের চাপে পদত্যাগ করেন। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক আবারও কিছু বিধিনিষেধ আরোপ করলো।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত কৃষি, চলতি মূলধন, এসএমই ও ভোক্তা ঋণ এবং বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় ঋণ বিতরণ ছাড়া অন্য কোনো ঋণ দেয়া যাবে না। এছাড়া ঋণপত্র খুলতে হলে গ্রাহকের কাছ থেকে পুরো টাকা আগে জমা নিতে হবে। আগে অনুমোদন হওয়া ঋণের অর্থের ১০ কোটি টাকার বেশি বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। আগের ঋণের বকেয়া অর্থ নগদ আদায় ছাড়া ওই ঋণ নবায়ন করা যাবে না। অন্য ব্যাংকের কোনো ঋণ অধিগ্রহণ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *