পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান একজন চৌকশ কর্মকর্তা

আউলিয়া বেগম আলো : পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, জেলা প্রশাসন সরকারের সকল কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সরকারের পক্ষ থেকে সাধারণ প্রশাসন, আইন-শৃঙ্খলা, ভূমি ব্যবস্থার সংকট নিরসন, ভূমি রাজস্ব আদায় প্রভৃতি কাজ সম্পন্ন করে। পিরোজপুর জেলা প্রশাসন সরকারের বহুমুখী উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করে, প্রশাসনিক সংস্কৃতির ঐতিহ্য বজায় রেখে অর্পিত দায়িত্বসমূহ সুচারুভাবে পালন করে চলেছে। পিরোজপুর একটি দুর্যোগপ্রবণ জেলা হওয়া সত্ত্বেও জেলা প্রশাসন এতদঞ্চলে জনগণের জীবন যাত্রার মান উন্নত করে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। পিরোজপুর জেলা প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্যে বৈচিত্র্যময়তার জন্য বিশেষ বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, নদী পথে ভ্রমণ, মাঝেরচর পর্যটন স্পট, শিশির রায় চৌধুরীর পুরাতন জমিদারবাড়ি, নাজিরপুরের ভাসমান সবজি বাগান, দেশের একমাত্র কাঠের তৈরি মমীন মসজিদ (১৯১৩ সাল থেকে বর্তমান), এ উপমহাদেশের বৃহত্তম শিব মন্দির, কাউখালীর শীতল পাটি, নেছারাবাদের পেয়ারা বাগান, বলেশ্বর ব্রিজ, স্বরূপকাঠীর নারকেলের ছোবড়ায় তৈরি পাপোশসহ প্রভৃতি দেশ-বিদেশের ভ্রমণ প্রিয় ও সৌন্দর্য পিপাসু মানুষকে আকৃষ্ট করেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধাঁর এ পিরোজপুর জেলাকে সমগ্র বিশ্বের কাছে পরিচিত করে তোলার জন্য জেলা প্রশাসন, পিরোজপুর নিরলস কাজ করে যাচ্ছে।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং আহতদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ, জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি পতিত জমিগুলোকে আবাদের আওতায় আনয়ন, দারিদ্র্য বিমোচন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ এবং সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ব্যাপারে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। এছাড়া, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পর্যটন খাতের সম্প্রসারণ, শিশু কিশোরদের পরিপূর্ণ দৈহিক ও মানসিক বিকাশের লক্ষ্যে খেলার মাঠ স্থাপন, সকল প্রকার মাদক ও সন্ত্রাস নির্মূলে জেলা প্রশাসন, পিরোজপুর একাগ্রচিত্তে যাবতীয় কার্যক্রম অব্যাহত রাখবে।
পরিশেষে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সাথে প্রয়োজনীয় সকল সেবা প্রদানের প্রত্যয়ে আমাদের এ প্রয়াস সকলের সহযোগিতায় সার্থক ও সফল হবে Ñএটাই আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা।
এরই লক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান অদ্য ১৭ অক্টোবর ইং তারিখে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪’ উপলক্ষ্যে পিরোজপুর জেলার কঁচা নদী এবং মৎস্যপল্লীর নিকটবর্তী স্থানে নৌ র‌্যালি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মা ইলিশ রক্ষায় স্থানীয় মৎস্যজীবীদের সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরাই ছিল এ র‌্যালি ও অভিযানের মূল উদ্দেশ্য।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বিভাগ, গোয়েন্দা সংস্থা, মৎস্য বিভাগ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান সম্প্রতি পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক, পিরোজপুর; পুলিশ সুপার, পিরোজপুর; পিরোজপুর জেলায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অধিনায়ক, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দসহ আইন-শৃঙ্খলা রক্ষা সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুর্গাপূজা-২০২৪ শান্তিপূর্ণভাবে উদযাপনে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের কার্যক্রম বৃদ্ধি, রাতে পুলিশি টহল জোরদার, স্কুল চলাকালে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধকরণসহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া তিনি গত ১৩ অক্টোবর, ২০২৪ তারিখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসক তাঁর বক্তৃতায় দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগের উপর জোর দেন এবং এক্ষেত্রে তরুণ প্রজন্ম অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
“জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন”-এই স্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি নিয়মিত জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণে স্থানীয় পর্যায়ে কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।
সকল সরকারি দপ্তর ও সংস্থার ওয়েবসাইট হালনাগাদকরণ এবং দাপ্তরিক কাজে ডি নথি ব্যবহারের জন্য জেলা প্রশাসক নির্দেশ প্রদান করেন। এসময় তিনি দাপ্তরিক প্রয়োজনে নির্দিষ্ট ই-মেইলের ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি বিবিধ বিষয়ে তাঁর বক্তব্যে আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *