প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে ব্যবহৃত ঘরোয়া উপায়ে দূর করুন চোখের নিচের কালচে দাগ

ফেব্রুয়ারি ৪, ২০২৫  সাপ্তাহিক জনতার কণ্ঠ

ঘরোয়া উপায়ে দূর করুন চোখের নিচের কালচে দাগ

চাল ধোয়া জল বহু প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে কোরিয়ান রূপচর্চায় এটি অত্যন্ত জনপ্রিয়। চাল ধোয়া জলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চোখের নিচের কালচে দাগ দূর করতে সাহায্য করে। আর অ্যালো ভেরা ত্বককে হাইড্রেটেড রাখে, ফ্রেশ লুক আনে এবং ক্ষতিগ্রস্ত কোষ পুনরুজ্জীবিত করে।

কীভাবে তৈরি করবেন?
প্রথমে আধা কাপ চাল ভালো করে ধুয়ে নিন। খুব বেশি কচলানোর দরকার নেই, যাতে চালের পুষ্টিগুণ বজায় থাকে।

এরপর এক কাপ পানিতে চাল ভিজিয়ে রাখুন প্রায় ১ ঘণ্টা।

নির্দিষ্ট সময় পর চাল ছেঁকে পানি আলাদা করে নিন।

এই চাল ধোয়া জল ঢিমে আঁচে ফুটিয়ে ঘন করে নিন, যতক্ষণ না এটি একটু আঠালো হয়ে আসে।

এরপর ২ টেবিল চামচ চাল ধোয়া জল ঠান্ডা করে নিন এবং এতে ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল ভালোভাবে মেশান।

চাইলে এতে কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল যোগ করতে পারেন, যা ত্বকের জন্য অতিরিক্ত পুষ্টিকর।

মিশ্রণটি কাচের বা প্লাস্টিকের ছোট পাত্রে সংরক্ষণ করুন।

ব্যবহারের নিয়ম: প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই আই ক্রিম চোখের নিচে হালকা করে ম্যাসাজ করে লাগান।

সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

নিয়মিত ব্যবহারে চোখের চারপাশ উজ্জ্বল ও সতেজ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *