প্রেমের টানে নদী সাঁতরে কলকাতায় বাংলাদেশি তরুণী!

(কলকাতা) জনতার কণ্ঠ ডেস্ক রিপোর্টার: একেই বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দেখাতেই প্রেম। আর সেই প্রেমের টানেই এক ঘণ্টা নদী সাঁতরে পশ্চিমবঙ্গে আসে এক বাংলাদেশ তরুণী। প্রিয় মানুষটিকে কাছে পাবে- এই ভরসাতেই সুন্দরবনের ঘন জঙ্গল, রয়েল বেঙ্গল টাইগার কিংবা অন্য পশুর ভয়কে উপেক্ষা করেই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসে ওই তরুণী।

সম্প্রতি কলকাতার কালীঘাটে গিয়ে পছন্দের পুরুষকে বিয়েও করে ওই তরুণী। কিন্তু তবুও শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার অধীন রানিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই তরুণীকে। বাংলাদেশি ওই তরুণীর নাম কৃষ্ণা মন্ডল। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
জানা যায়, মাস ছয়েক আগে রানিয়ার বাসিন্দা অভীক মন্ডলের সাথে কৃষ্ণার আলাপ হয় ফেসবুকে। সেই আলাপ পরিণত হয় প্রেমে। নিজেদের ভালোবাসাকে পূর্ণতার রূপ দিতে বাঘের ভয়কে উপেক্ষা করে ঘন জঙ্গল পেরিয়ে নদী সাঁতরে এপারে আসে কৃষ্ণা।
মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় কৃষ্ণা মন্ডলকে। এর আগে এদিন সকালে সোনারপুর ব্লক গ্রামীণ হাসপাতালে তার মেডিকেল চেক আপ করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তরই দেননি ওই তরুণী। উল্টো কাপড় নিয়ে মুখ ঢেকে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *