বড় জয় পাকিস্তানের মুলতানের ‘বধ্যভূমি’তে কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক রিপোর্ট: ব্যাট হাতে মাঠে নেমেছেন ওয়েস্ট ইন্ডিজের ৮ নম্বর ব্যাটসম্যান কেভিন সিনক্লেয়ার। পাকিস্তান উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান পরিষ্কার ইংরেজিতে তাঁকে ‘বধ্যভূমি’তে স্বাগত জানালেন ঠিক এভাবেই।
ওয়েস্ট ইন্ডিজ ততক্ষণে ২৪.৩ ওভারের মধ্যে হারিয়েছে ৬ উইকেট। এরপর সিনক্লেয়ার আর অন্যরাও যে বেশিক্ষণ টিকতে পেরেছেন, তা নয়। ৩৬.৩ ওভারের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ।
মুলতানের বধ্যভূমিতে ওয়েস্ট ইন্ডিজকে স্পিন–ফাঁস পরিয়ে পাকিস্তান ম্যাচ জিতে গেছে তিন দিনের মধ্যেই। জয়ের জন্য ২৫১ রান তাড়া করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১২৩ রানে। পাকিস্তান ম্যাচ জিতেছে ১২৭ রানের বড় ব্যবধানে।
সব মিলিয়ে মুলতানের ম্যাচটিতে হয়েছে ১০৬৪ বল, যা পাকিস্তানের মাটিতে ফল হওয়া সবচেয়ে কম বলের টেস্ট।
চতুর্থ ইনিংসে ২৫১ রানের লক্ষ্য পূরণ করা যে বেশ কঠিন হবে, সেটা বোঝা গেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের প্রথম তিন ইনিংসেই। আজকের পর ম্যাচে আরও দুই দিন বাকি আছে জানলেও ক্যারিবীয়রা তাই দেখেশুনে খেলার পথে হাঁটেনি।
তিন স্পিনার সাজিদ খান, নোমান আলী আর আবরার আহমেদদের একেকটি ডেলিভারি রীতিমতো ছোবল হয়ে স্ট্রাইকিংয়ে আঘাত হানছিল। ক্রেগ ব্রাফেটরা তাই আত্মরক্ষার বদলে আক্রমণাত্মক খেলতে চেয়েছেন। তবে রক্ষা হয়নি তাতেও।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ৪ উইকেট খুইয়েছে সাজিদের অফ স্পিনে। প্রথম ইনিংসে পরের ব্যাটসম্যানদের আটকেছেন নোমান আলীর বলে, এ দফায় আবরার।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে যা একটু প্রতিরোধ হয়েছে সপ্তম উইকেটে অ্যালিক অ্যাথানাজ–সিনক্লেয়ার জুটিতে। দুজনের ২৮ রানের ১০.৩ ওভার স্থায়ী জুটিটি ভাঙে আবরারের বলে সিনক্লেয়ার স্লিপে ক্যাচে পরিণত হলে। এরপর বাকি ৩ উইকেটের পতন হতে লেগেছে মাত্র ১০ বল।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করা অ্যাথানাজকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন সাজিদ। ৩১ বছর বয়সী এই স্পিনার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট।
আজ তৃতীয় দিনে স্পিনার হিসেবে শুধু সাজিদই নন, জোমেল ওয়ারিকানও ছিলেন ভয়ংকর। পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে আগের দিনের ৩ উইকেটে ১০৯ রান নিয়ে বাকি ৭ উইকেটে মাত্র ৪৮ রান যোগ করতে পেরেছে।
৩২ রানে ৭ উইকেট নিয়েছেন ওয়ারিকান, যা শুধু এই বাঁহাতির নিজের ক্যারিয়ার–সেরাই নয়, পাকিস্তানে কোনো সফরকারী স্পিনারেরও সেরা বোলিং। তবে দিন শেষে ওয়ারিকানের হাসি মিলিয়েই যাওয়ার কথা।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে তাঁর দল যে হার নিয়েই মাঠ ছেড়েছে। সিরিজের পরের টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি, মুলতানেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *