বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’ 

‘মির্জাপুর’ এবার নতুন রূপে ফিরছে দর্শকদের সামনে। জনপ্রিয় এই ক্রাইম-থ্রিলার সিরিজ এবার আর ওটিটিতে নয়, আসছে সরাসরি বড় পর্দায়। সিরিজের মূল গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তবে ভক্তদের জন্য একটু অপেক্ষা বাড়ছে, কারণ ২০২৫ সালেই ‘মির্জাপুর’ সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৬ সালের শুরুর দিকেই ‘মির্জাপুর’ স্ট্রিম করতে পারে। তবে রিলিজ ডেট নিয়ে শুরু হয়েছে এক নতুন গুঞ্জন ।

বাবলু পণ্ডিতের চরিত্রে নতুন মুখ আসতে চলেছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বিক্রান্ত ম্যাসির পরিবর্তে ‘পঞ্চায়েত’ খ্যাত জিতেন্দ্র কুমারকে দেখা যেতে পারে।

আরও জানা যায়, গুরগাঁও ফিল্মসিটিতে এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জিতেন্দ্র শুটিংয়ে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। বাবলু পণ্ডিতের চরিত্রের জন্য প্রথমে বিক্রান্তের কাছেই প্রস্তাব যায়। বিক্রান্ত নাকি এই নতুন সিজনে অভিনয় করতে রাজি হননি। বিক্রান্তের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানান, মির্জাপুর-এর প্রথম আলি ফজল অভিনীত গুড্ডু ভাইয়া চরিত্রটির মৃত্যু হয়। গল্পের স্বার্থে হয়তো বাবলু ভাইয়েরও মৃত্যু হতে পারে।

ঠিক সেই আশঙ্কা থেকেই বিক্রান্ত এ চরিত্রটি করতে অনিচ্ছা প্রকাশ করেছেন। বিক্রান্তের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সিরিজের দুই প্রযোজক ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *