বাংলাদেশিরা ভিসা ছাড়াই এবার বিশ্বের যে ৪২ দেশে যেতে পারবেন

আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি দেশ। এ ছাড়া আছে দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল।
বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বিশ্বের পাসপোর্টগুলোর অবস্থান কেমন? ১০ জানুয়ারি সেই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে প্রথম স্থানে আছে ইউরোপ ও এশিয়ার ছয়টি দেশ—ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের নাগরিকেরা বিশ্বের ১৯৪ দেশ ও অঞ্চলে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। তালিকায় বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ ৯৭তম। বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে এ সূচক প্রকাশ করে তারা।
সাম্প্রতিক এ সূচকের তথ্য বলছে, বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। গত বছর এই সংখ্যা ছিল ৪০। নতুন র‍্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে আরও দুটি নাম, আফ্রিকার কেনিয়া ও ওশেনিয়ার কিরিবাতি।
আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি দেশ। এ ছাড়া আছে দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকাচিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। শ্রীলঙ্কা ও কেনিয়ার ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।
এশিয়া
মালদ্বীপে বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা
এএফপি
ভুটান
কম্বোডিয়া
মালদ্বীপ
নেপাল
শ্রীলঙ্কা
পূর্ব তিমুর
ভারতের এসব সমুদ্রসৈকতে গিয়ে কেন কক্সবাজারের জন্য মন খারাপ হলো
ভারতের এসব সমুদ্রসৈকতে গিয়ে কেন কক্সবাজারের জন্য মন খারাপ হলো
দক্ষিণ আমেরিকা
বলিভিয়ায় বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান
বলিভিয়া
যে ভুলের কারণে ইমিগ্রেশনে আমাদের আটকে দেওয়া হলো
আফ্রিকা
কেনিয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের নিতে হবে ই-ভিসা
বুরুন্ডি
কেপ ভার্দে
কমোরো দ্বীপপুঞ্জ
জিবুতি
গিনি-বিসাউ
লেসোথো
মাদাগাস্কার
মৌরিতানিয়া
মোজাম্বিক
রুয়ান্ডা
সেশেলস
সিয়েরা লিওন
সোমালিয়া
গাম্বিয়া
টোগো
কেনিয়া
শততম দেশে পা রাখলেন বাংলাদেশি এই দম্পতি, ১০০ ছবিতে দেখুন তাঁদের সফর
ক্যারিবীয়
ক্যারিবীয় দেশ জ্যামাইকা
বাহামা
বার্বাডোস
ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড
ডমিনিকা
গ্রানাডা
হাইতি
জ্যামাইকা
মন্টসেরাত
সেন্ট কিটস অ্যান্ড নেভিস
ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৯১ দেশ ভ্রমণ করে স্বদেশে ফেরার পথে এই পর্যটক বললেন, ‘বাংলাদেশ আমার প্রথম বিদেশ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *