বরিশাল বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্যিক হেডকোয়ার্টার হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি জানান, দূষণমুক্ত শিল্পকারখানা স্থাপন হবে আমাদের আগামী শৈল্পিক বিপ্লব।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিনিধির সঙ্গে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল আমিন উল আহসান ও বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমানসহ আরও অনেকে।
বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম ও গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাছান প্রমুখ।
শনিবার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন শিল্পমন্ত্রী।