ঢাকা, ১০ আগস্ট, ২০২৪ (জনতার কণ্ঠ) : পাকিস্তান এ’ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজ শনিবার সকালে ইসলামাবাদ পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল।
সিরিজ খেলতে গত ৬ আগস্ট বাংলাদেশ এ’ দলের পাকিস্তান পৌঁছার কথা ছিল। তবে দেশে অস্থিতিশীল পরিবেশের কারণে তার চার দিন বিলম্ব হয়।
সুন্দরভাবে সফর আয়োজনে পরবর্তীতে দুই দেশের বোর্ড সূচি পরিবর্তনে সম্মত হয়।
সফর বাংলাদেশ এ দল দুটি চার দিনের এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। পরিবর্তিত সূচি অনুযায়ী ১০ আগস্টেও পরিবর্ত প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে ১৩ আগস্ট। দ্বিতীয় চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০-২৩ আগস্ট।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট। চার দিন ও ওয়ানডে সব ম্যাচই অনুষ্ঠিত হবে ইসলামাবাদে।
দ্বৈক্রমে একই সময় পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় দল। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে এ সফরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল।
আগামী ১৭ আগস্ট পাকিস্তান যাবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।