(ময়মনসিংহ)জনতার কণ্ঠ রিপোর্টার: বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন তৌহিদুল ইসলাম (২৪)। পরীক্ষা শেষ করে বড় ভাই ফিরোজ মোর্শেদের (৩৫) সঙ্গে গাজীপুর থেকে জামালপুরে বাড়িতে ফিরছিলেন তিনি। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের ত্রিশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন।
নিহত ফিরোজ ও তৌহিদুল জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে। ফিরোজ গাজীপুরে ডিবিএল সিরামিকস নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এদিকে তৌহিদুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, ফিরোজ ও তৌহিদুল মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই ভাইয়ের মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।