বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমরা কোনোভাবেই এ রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত হতে দেব না।’ ঢাকা আইনজীবী সমিতির আইনজীবী জিল্লুর রহমান মিলনায়তনে সোমবার বিকেলে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘বার অ্যাসোসিয়েশনের সদস্যদের অনুরোধ করি, প্রতিটা পদক্ষেপে বেঞ্চকে সহায়তা করবেন। আপনারা অসহনশীল হবেন না। অসহনশীল হলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ক্ষমতার ভারসাম্য থাকে না। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আমরা কোনোভাবেই এ রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত হতে দেব না।’
প্রধান বিচারপতি বলেন, বিচারক, বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী, আইনজীবীর সহকারীসহ সবার জাতীয় দায়িত্ব হলো, বিচার বিভাগকে গতিশীল করা এবং স্বল্প সময়ে স্বল্প খরচে মানুষকে ন্যায়বিচার দেওয়া।
সাধারণ মানুষ রাষ্ট্রযন্ত্রের ক্ষতি করে না মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, ‘সাধারণ মানুষ করে না কোনো দুর্নীতিও। করে না মাদক কারবারি, মানি লন্ডারিং। দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, মানি লন্ডারদের পাশে দাঁড়াব না। দুর্নীতি ঘৃণা করব। মানি লন্ডারদের ঘৃণা করব।’
প্রধান বিচারপতি বলেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এখন ধর্মভিত্তিক উগ্র মতবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। বিশেষত এই উপমহাদেশে এর বিস্তার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া, ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান প্রমুখ।