ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে এক আবেগঘন পোস্টে মেসি লেখেন, ‘আজ আমাদের ক্লাব বিশ্বকাপ শেষ হলো ইউরোপ চ্যাম্পিয়নের বিপক্ষে হেরে। পিএসজিতে এখনো অনেকে আছে যাদের আমি ভালোবাসি। আবার দেখা হওয়াটা ছিল আনন্দের।’
এই ম্যাচে মেসি মুখোমুখি হন তার সাবেক ক্লাব পিএসজির এবং প্রাক্তন বার্সেলোনা কোচ লুইস এনরিকের সঙ্গেও। ম্যাচের আগেই মেসিকে দেখা যায় সাবেক সতীর্থদের সঙ্গে হাসিমুখে কোলাকুলি করতে—এক অনন্য পুনর্মিলন।
তবে ম্যাচ-পরবর্তী এক সাক্ষাৎকারে মেসি আরও স্পষ্টভাবে স্বীকার করেন দুই দলের মধ্যে পার্থক্যের কথা। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি লড়াই করার, কিন্তু পিএসজি তো বর্তমান চ্যাম্পিয়নস লিগজয়ী দল—তারা এখন বিশ্বের অন্যতম সেরা। এমন দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা খুব কঠিন।’
তিনি আরও বলেন, ‘আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি, নিজেদের সর্বোচ্চটা দিয়েছি। ফল যাই হোক, এই আসরে আমাদের অভিজ্ঞতা ছিল অসাধারণ। এই জায়গায় এসে পৌঁছানোই আমাদের প্রাপ্তি।’
মেসির ভাষায় ফুটে ওঠে এক সম্মানজনক পরাজয়ের আত্মবিশ্বাস এবং পিএসজির প্রতি অকুণ্ঠ প্রশংসা—‘তাদের সঙ্গে লড়াই করা যায় না, তারা সেরা।’
শেষ কথায় বলা যায়, মাঠে বড় ব্যবধানে হারলেও মেসির বিদায়ী বার্তা যেন সম্মান ও শ্রদ্ধার এক উদাহরণ—যেখানে হারের মধ্যেও থাকে গৌরব, থাকে ভালোবাসা।