বিপিএলে প্রথম, কিন্তু এমন কিছু ‘নতুন’ নয় মোহাম্মদ আলীর কাছে

০৪ ফেব্রুয়ারি ২০২৫, সাপ্তাহিক জনতার কণ্ঠ

প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৭টি, পাকিস্তানের হয়ে খেলেছেন চারটি টেস্টও। অথচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো দূর, এই সংস্করণে স্বীকৃত ম্যাচই মোহাম্মদ আলী খেলেছেন ৩১টি। এবারের বিপিএলে তাঁর ঠিকানা ফরচুন বরিশাল। মিরপুরে কাল কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন। ৫ উইকেটের ৪টিই আলী নিয়েছেন আবার এক ওভারে।

তাতেই ইতিহাস হয়েছে। বিপিএলে প্রথম বোলার হিসেবে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন পাকিস্তানি এই পেসার। খুলনার ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে খালেদ আহমেদকে বোল্ড করেন তিনি। তৃতীয় বলে ৭৯ রান করা শামীম হোসেনকে ইবাদতের ক্যাচ বানান। পঞ্চম বলে দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে আরাফাত সানিকে ফেরানোর পরের বলেই আলিস আল ইসলামকে বোল্ড করে ওভারে চতুর্থ ও ম্যাচে নিজের পঞ্চম উইকেট পেয়ে যান আলী।

এক ওভারে ৪ উইকেটসহ বিপিএল অভিষেকে ৫ উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী
এক ওভারে ৪ উইকেটসহ বিপিএল অভিষেকে ৫ উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীশামসুল হক

এবারের বিপিএলে শুরু থেকে থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের একাদশে সুযোগ মিলছিল না আলীর। মাঝে পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়ে ফিরে যান দেশে। ডাক পেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে একটি টেস্টও খেলা হয়নি তাঁর। এরপর প্লে-অফের দুই দিন আগে বরিশালের সঙ্গে যোগ দেন।

এক ওভারে ৪ উইকেট মোহাম্মদ আলীর, এমন কিছু আগে দেখেনি বিপিএল
  • আমি সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি বিশ্বাস করি, আমি খেলি বা না খেলি দলের সুবিধা দেখতে হবে। আমি এটাও বিশ্বাস করি, সুযোগ না পেলেও আপনাকে প্রস্তুত থাকতে হবে। যদি আপনি সুযোগ পান কিন্তু প্রস্তুত নন, তাহলে তো হলো না।
  • মোহাম্মদ আলী, পেসার, ফরচুন বরিশাল

ম্যাচের আগের দিন দলের ঐচ্ছিক অনুশীলন হলেও আসেন আলী। নিজের ধৈর্য আর পরিশ্রমের ফল পেয়েছেন তিনি। কিন্তু বেঞ্চে বসে থাকার অভিজ্ঞতা কেমন ছিল? উত্তরে আলী বলেন, ‘আমি সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি বিশ্বাস করি, আমি খেলি বা না খেলি দলের সুবিধা দেখতে হবে। আমি এটাও বিশ্বাস করি, সুযোগ না পেলেও আপনাকে প্রস্তুত থাকতে হবে। যদি আপনি সুযোগ পান কিন্তু প্রস্তুত নন, তাহলে তো হলো না। ফলে আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম সময়মতো পারফরম্যান্সের জন্য। গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন পারফরম্যান্স এসেছে, ফলে আমি খুশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *