ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭২: প্রেস সচিব শফিকুল আলম

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭২: প্রেস সচিব

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো নৃশংস গণহত্যার প্রতিবাদে সোমবার বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ এপ্রিল) সকালে এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

শফিকুল আলম জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সোমবার অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির সময় সহিংসতা, দোকানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

প্রেস সচিব বলেন, এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের পরিপন্থী। এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে দুটি মামলা দায়ের হয়েছে। আরও তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতি চলছে।

এদিকে পুলিশ সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে- খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।

এসব ঘটনা সংক্রান্তে এখন পর্যন্ত মোট ৯টি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *