ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তার বদলি

ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তিনজন ইন্সপেক্টরকে (পরিদর্শক) একযোগে বদলি করা হয়েছে। রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের জনস্বার্থে বদলির কথা বলা হয়। বদলীকৃত কর্মকর্তাদের সত্বর যোগদানের জন্য ওই অফিস আদেশে নির্দেশনা প্রদান করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, বাঞ্ছারামপুর, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর থানার ওসিকে বদলি করা হয়েছে।

এর মধ্যে বাঞ্ছারামপুরের ওসি মোরশেদুল আলমকে সরাইল থানা ও নাসিরনগরের ওসি মো. খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ দায়িত্ব ঠিক থেকে তাদের থানা বদল হয়েছে।এ ছাড়া সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান ও আশুগঞ্জের ওসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের পরিদর্শক ও নবীগরের ওসি আব্দুর রাজ্জাককে ডিএসবি’র পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই আদেশে পুলিশ লাইনে থাকা পরিদর্শক মুহাম্মদ আজহারুল ইসলামকে নাসিরনগর থানার ওসি, নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে বাঞ্ছারামপুর থানার ওসি ও আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনূর ইসলামকে নবীনগর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *