ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

 ২৩ ডিসেম্বর ২০২৪, 11:20 এএমmessenger sharing button

ব্র্যাক ব্যাংককে মর্যাদাপূর্ণ রেমিটেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সরকার কর্তৃক ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য রেমিটেন্স প্রেরণ প্রক্রিয়া সহজতর করার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার ব্যাপারে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশের সকল ব্যাংকের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে রেমিটেন্স আহরণের দিক থেকে চতুর্থ স্থান অর্জন করায় মন্ত্রণালয় ব্র্যাক ব্যাংককে এই সম্মাননা দিয়েছে১৮ ডিসেম্বর ২০২৪ ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এই পুরস্কার তুলে দেন।

ইনওয়ার্ড রেমিটেন্স সহজতর করার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক ২০২৪ সালে মোট ১.৫ বিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণের মাইলফলক অর্জন করে। ব্র্যাক ব্যাংকের এমন মাইলফলক অর্জন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আর্থিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটির উল্লেখযোগ্য প্রভাব তুলে ধরে।

এই রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে ব্র্যাক ব্যাংকের সহায়ক ভূমিকার উল্লেখযোগ্য স্বীকৃতি।

রেমিটেন্স অর্জনে নেতৃত্বস্থানীয় ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো, বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করা।

আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি দেশের জাতীয় আয় এবং অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক হিসেবে ব্যাংকটির উল্লেখযোগ্য ভূমিকার প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *