ভারত ম্যাচে মুশফিক-তাসকিনের সামনে রেকর্ডের হাতছানি

  • সাপ্তাহিক জনতার কণ্ঠ – ২০ ফেব্রুয়ারি ২০২৫

আট বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের জন্য এটি হতে পারে তার শেষ আইসিসি টুর্নামেন্ট। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন তিনি, পোর্ট অব স্পেনে সেই ম্যাচের উইনিং শট এসেছিল তার ব্যাট থেকেই। এবার আরেকটি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ভারতকে পাচ্ছেন মুশফিক, যেখানে তার সামনে রয়েছে নতুন এক মাইলফলক স্পর্শের সুযোগ।

শুধু একটি ফিফটি করলেই আইসিসির এই টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক হবেন মুশফিক। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইটি ফিফটি করেছেন তিনি, যা সমান বাংলাদেশের আরেক ব্যাটিং তারকা তামিম ইকবালের। আর ৩৭ রান করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০০ রানের মাইলফলক স্পর্শ করা মাত্র তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হবেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন তামিম, যার সংগ্রহ ২৯৩ রান।

এদিকে পেসার তাসকিন আহমেদের সামনেও রেকর্ড গড়ার সুযোগ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী হতে হলে তার দরকার চারটি উইকেট। দুই উইকেট পেলেই মাশরাফী বিন মোর্ত্তজার পাশে বসবেন তিনি, যার নামের পাশে রয়েছে চারটি উইকেট।

এই গ্লোবাল টুর্নামেন্টে তাসকিন এখন পর্যন্ত মাত্র দুই ম্যাচ খেলেছেন, যেখানে শিকার করেছেন দুই উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক, যার ঝুলিতে রয়েছে ছয়টি উইকেট। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে তাসকিন কতদূর যেতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *