মুহূর্তেই মাথাব্যথা কমাবে যে মসলা

জনতার কণ্ঠ ডেস্ক: কর্মব্যস্ত জীবনে মানসিক চাপ থেকে শুরু করে শারীরিক নানা সমস্যার কারণে মাথাব্যথার সমস্যা হঠাৎ করেই দেখা দেয়। নানা কারণে মাথা ধরতে পারে।
রোদে ঘোরা, মাইগ্রেন, ঠান্ডা লাগা, সর্দি হওয়া, সাইনোসাইটিসের সমস্যা, নানা সংক্রমণের কারণেও হঠাৎ করে মাথা ধরতে পারে।
অনেকেই মাথাব্যথা কমাতে মুঠো মুঠো ওষুধ খান। তবে ব্যথানাশক ওষুধ কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। তার চেয়ে ভরসা রাখতে পারেন রান্নাঘরের এক মসলায়।
সাধারণ এক মসলা দিয়েই মাথাব্যথা মুহূর্তেই কমিয়ে ফেলা যায়। তবে কী সেই মসলা? বলছি লবঙ্গের কথা। শারীরিক নানা সমস্যার দাওয়াই ছোট্ট এই মসলা।
কাঁচা লবঙ্গ মুখে রাখলে দাঁতের ব্যথা কমে। বমি বমি ভাবও কমাতে পারে এই মসলা। তবে মাথাব্যথার কারণে লবঙ্গ মুখে রাখলেই হবে না। তাহলে কী করে করবেন?
প্রথমে কাঁচা লবঙ্গ ভেজে গুঁড়া করে নিন। লবঙ্গ গুঁড়ার সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো মাথাব্যথা কমানোর ওষুধ।
মাথাব্যথা করলে এই মিশ্রণ এক চামচ খেয়ে নিন। কয়েক মিনিটের মধ্যে কমবে মাথাব্যথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *