লিওনেল মেসি আর প্যারিসে থাকছেন না, সেটি একপ্রকার নিশ্চিত। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে এই গ্রীষ্মেই চুক্তি শেষ হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের। পিএসজির সঙ্গে সর্ম্পক বিচ্ছিন করে শেষ পর্যন্ত মেসি কি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ অনুসরণ করবেন?
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, চড়া দামে মেসিকে কেনার জন্য তোড়জোড় চালাচ্ছে সৌদি। আর সেই প্রস্তাব নিয়ে নাকি মেসির এজেন্ট তার বাবা জর্জ মেসির সঙ্গে আলোচনাও চলছে।
সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে পিএসজির নিষেধাজ্ঞায় পড়েন মেসি। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি যাওয়ায় মেসিকে দুই সপ্তাহ নিষিদ্ধ করে ক্লাবটি।
যে সৌদি সফরে যাওয়ার জন্য এত কিছু, সেখানেই মেসি ঘাঁটি গাড়তে পারেন। ‘দ্য টেলিগ্রাফ’র প্রতিবেদন, সৌদি আরব নাকি ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয় চুক্তির প্রস্তুতি নিয়ে রেখেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেসিকে দলে টানতে বার্ষিক ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের বেতন প্রস্তাব করেছে সৌদি, যা রোনালদোরও বার্ষিক বেতনের প্রায় দ্বিগুণ। চুক্তিতে রাজি হয়ে মেসি যদি সৌদিতে ফেরেন, তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামী ফুটবলার হবেন তিনি। এর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছিল, মেসিকে বছরে ৪০ কোটি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি ৪৪ লাখ টাকা) ইউরোর বেশি পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব আল-হিলাল।
মেসির সৌদি যাত্রা নিয়ে ফুটবল দুনিয়ায় যখন তোলপাড়, তখন আরেক খবর দিয়েছে স্প্যানিশ রেডিও স্টেশন অন্দা চেরো। সংবাদমাধ্যমটি বলছে, মেসি শেষ পর্যন্ত সৌদি ক্লাব আল হিলালে যাবেন, তবে তার আগে বার্সেলোনায় এক বছর খেলে যাবেন। পিএসজির সঙ্গে মেসির চুক্তির প্রক্রিয়া থমকে যাওয়ার পর থেকে মূলত তাকে ফেরাতে মরিয়া হয়ে মাঠে নামে বার্সা। যদিও মেসিকে পেতে অর্থনৈতিক সীমাবদ্ধতার বাধা টপকাতে হবে কাতালান ক্লাবটিকে। যেখানে বেতন–ভাতা থেকে বার্সাকে কমাতে হবে অন্তত ২০ কোটি ইউরো।