সম্প্রতি পরিবারের সদস্যদের সাথে এক ঘরোয়া সাক্ষাৎকারে নিজের খেলোয়াড়ি ভবিষ্যৎ, ভালোবাসা, এবং সমালোচনার জবাব নিয়ে খোলামেলা কথা বলেছেন নেইমার। জানালেন, যতদিন মাঠে নিজের মতো করে পারফর্ম করতে পারবেন, ততদিন ফুটবল ছাড়ছেন না।
এসিএল ইনজুরি কাটিয়ে সান্তোসে ফিরলেও নেইমার এখনো পুরোপুরি ফিট নন। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে বড় ইনজুরিতে পড়েন, যার ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি। চলতি বছর সান্তোসের হয়ে ১৫ ম্যাচে মাত্র ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করতে পেরেছেন, জাতীয় দলে ফেরাও হয়নি।
তবে মাঠের বাইরের জীবন নিয়ে নেইমার যতটা আলোচনায় থাকেন, নিজের মনটা ঠিক ততটাই খারাপ হয় তার। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা তাকে ব্যক্তিগতভাবে আঘাত করলেও মানসিকভাবে ভেঙে পড়েন না, এমনটাই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার কথায়, ‘আমার ফুটবল ক্যারিয়ার একদিন শেষ হয়ে যাবে, তবে আমার নাম ইতিহাসে থেকে যাবে।’