রাঙ্গামাটিতে ন্যায্যমূল্যে খোলা বাজার উদ্বোধন

রাঙ্গামাটি, ৩০ অক্টোবর, ২০২৪ (জনতার কণ্ঠ) : দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে রাঙ্গামাটিতে আজ ন্যায্যমূল্যে খোলা বাজারের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও বাজার টাস্কফোর্সের আয়োজনে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচালনায় বুধবার দুপুর দেড়টায় রাঙ্গামাটি পৌরসভা মার্কেট প্রাঙ্গণে ন্যায্যমূল্যে খোলা বাজার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাঙ্গামাটির সমন্বয়ক শরিফুল ইসলাম শাকিল, আব্দুল আহাদ প্রমুখ।

খোলা বাজারে ন্যায্যমূল্যে ডিম, আলু, বরবটি, পটল, লাউসহ বিভিন্ন সবজি বিক্রি করা হচ্ছে।

দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ মানুষের চাহিদা অনুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *